ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চার ঘণ্টায় কুমিল্লায় ভোট পড়েছে ২৫ শতাংশ, ময়মনসিংহে ২৭ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
চার ঘণ্টায় কুমিল্লায় ভোট পড়েছে ২৫ শতাংশ, ময়মনসিংহে ২৭ শতাংশ ফাইল ফটো

ঢাকা: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুপুর ১২টা নাগাদ ২৭ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ময়মনসিংহ সিটি নির্বাচনে ২৭ শতাংশ আর কুমিল্লা সিটি নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে।

অশোক কুমার দেবনাথ বলেন, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে কুমিল্লা সিটি নির্বাচনে একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।