ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রায়পুরার চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হলেন মাসুদা জামান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
রায়পুরার চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হলেন মাসুদা জামান  মাসুদা জামান সরকার

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মোসা. মাসুদা জামান সরকার বিজয়ী হয়েছেন।  

শনিবার (০৯ মার্চ) রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে।  

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মোসা. মাসুদা জামান সরকার চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬২৮ ভোট।

বিজয়ী মাসুদা জামান সরকার চর আড়ালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের স্ত্রী।

নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ৯ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ১৬৩ ভোট। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।