ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন সত্তরোর্ধ্ব ইব্রাহীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ৮, ২০২৪
অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন সত্তরোর্ধ্ব ইব্রাহীম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাম্বুলেন্সে এসে ভোট দিয়েছেন ইব্রাহীম আলম (৭০) নামে এক ভোটার।  

বুধবার (৮ মে) ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

তার বাড়ি উপজেলার হরিপুর গ্রামে।  

ইব্রাহীম আলমের ছেলে রবিউল ইসলাম বলেন, ছয় দিন আগে আব্বা স্ট্রোক করে দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল কিছুটা সুস্থ হওয়ার পর শুনলেন আজ ভোট। তিনি বললেন, মরার আগে ভোটটা দিতে চাই। সে কারণে সরাসরি হাসপাতাল থেকে কেন্দ্রে এসে ওনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

অ্যাম্বুলেন্সে এসেও ভোট দিতে পেরে খুশির কথা জানান ইব্রাহীম।

হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আনোয়ার ইসলাম বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ, হাঁটাচলা করতে পারছেন না৷ তবে তিনি স্বাভাবিক রয়েছেন৷ সে কারণে তার সন্তানকে সঙ্গে রেখে তাকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেম সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।