কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মীর রেজাউল ইসলাম বাবু ওরফে মাছবাবু নামে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক মীর রেজাউল কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে মীর রেজাউল ইসলাম বাবু নামে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আটক বাবুকে হস্তান্তর করেছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনও নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছেন। এখনও এ সংক্রান্ত কোনো রিপোর্ট আমার কাছে এসে পৌঁছায়নি। বিষয়টি খোঁজ নিয়ে জানার পর বলতে পারব।
তবে এ বিষয়ে কথা বলতে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর মোবাইলফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তিনি মূলত সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য মাহবুব আলম হানিফের সেকেন্ড কমান্ড আতাউর রহমান আতার আনারস প্রতীকের পক্ষে ভোটকেন্দ্রে কাজ করছিলেন বলে নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু আনছার।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস