ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন

বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ১, ২০২৪
বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ জুন) দুপুরের দিকে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এ জরিমানা করেন।

 

জরিমানাপ্রাপ্তরা চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও  চেয়ারম্যান প্রার্থী আল জাবেরের (আনারস প্রতীক) সমর্থক।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করার দায়ে ওই দুই প্রার্থীর সমর্থকদের জরিমানা করা হয়েছে।  

এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনাও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।