ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
নির্বাচনী মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ

ঢাকা: নির্বাচনী মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া ১৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন।

নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে সুপারিশ
১. প্রচলিত বিচার ব্যবস্থার সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই, নির্বাচনী সহিংসতার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাই জাতীয় সংসদ নির্বাচনের ৬ মাস পূর্ব থেকে ৬ মাস পর পর্যন্ত নির্বাচনী সহিংসতার মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা।

২. সাময়িকভাবে বিশেষ নির্বাচনী অপরাধ সেল ( Election Offense Resolution Cell) গঠন করা। এই সেল শুধু নির্বাচনী সহিংসতা সংশ্লিষ্ট মামলা তদন্ত ও নিষ্পত্তির জন্য কাজ করবে।

৩. এই বিশেষ সেলগুলোতে (Special Electoral Crime cell) অপেক্ষাকৃত তরুণ ও উদ্যমী বিজ্ঞ আইনজীবীদের নিয়োজিত করা। এরূপ বিশেষ সেলে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট আদালতের জন্য প্র্যাকটিসের বয়স তিন বছর এবং দায়রা আদালতের জন্য সাধারণভাবে পাঁচ বছর নির্ধারণ করা। তবে নির্বাচনী সহিংসতাকালে হত্যা, ধর্ষণ কিংবা অপর কোনো গুরুতর অপরাধের বিচারের জন্য অভিজ্ঞ প্রসিকিউটর নিয়োগের ব্যবস্থা রাখা।

৪. ম্যাজিস্ট্রেট আদালতসমূহে মামলার চাপ বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট আদালতকে নির্বাচনী সহিংসতার মামলা বিচারের জন্য নিয়োজিত করা।

কমিশনের সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।