গণমাধ্যমকর্মীরা ভোটকক্ষের ভেতর থেকে সম্প্রচার করতে পারবে না। এছাড়া একটি কক্ষে অবস্থান করতে পারবে না একসঙ্গে একাধিক মিডিয়া।
বুধবার (২৩ জুলাই) এমন গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তারা। নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজন পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন।
কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। গোপনকক্ষের ছবি তোলা যাবে না।
একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না। থাকতে পারবে ১০ মিনিট। ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে না। সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবে, সে সময় ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।
ইইউডি/এসআইএস