ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

হাসপাতালের রোগী, সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করতে চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, আগস্ট ৭, ২০২৫
হাসপাতালের রোগী, সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করতে চায় ইসি

হাসপাতালের রোগী, সাংবাদিকদের জন্যও ভোটের ব্যবস্থা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের ভোটের ব্যবস্থা কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা করছি, দেখা যাক কী করা যায়। বর্তমান আইনে আমাদের চারটা ক্যাটাগরি আছে, যেখানে সংবাদকর্মীদের কথাটা নাই কিন্তু আপনারা ডেফিনেটলি ইলেকশনের সঙ্গে সম্পৃক্ত। এর বাইরেও অনেকে আছেন যারা ইলেকশনের সঙ্গে সম্পৃক্ত; যেমন ধরেন অবজার্ভাররা ইলেকশনের সঙ্গে সম্পৃক্ত, সেবা প্রদানকারী সংস্থা, সরকারি কর্মচারী নয় কিন্তু সেবা সেবা প্রদান করছেন তারাও সম্পৃক্ত, এর বাইরেও আমরা আলোচনা করেছি আমাদের হাসপাতালে প্রচুর রোগী থাকে, তারা তো বাংলাদেশে এখনো ভোট দিতে পারেন না।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা, অন্ততপক্ষে পাইলট আকারে, একটা দুইটা হাসপাতালে আমরা শুরু করতে পারি কিনা এগুলো নিয়ে আমরা ভাবছি; দেখা যাক কতদূর যেতে পারি। প্রত্যাশা তো অনেক, আমাদের বাস্তবতার নিরীক্ষাটা করতে হবে। তবে ইনশাআল্লাহ আজ হোক, কাল হোক আপনারা ভোট দিতে পারবেন।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, যারা আইনি আশ্রয় থাকবে তারা পোস্টাল ভোট দিতে পারবে এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের জেলখানা সম্ভবত ৭২ টা, এই সবখানে এক্সেস দিবেন এবং তাদেরকে সেনসিটাইজ করবেন এবং তাদেরকে এই ভোট দেওয়ার জন্য সাহায্য করবেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমের ভোটদান ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এক্ষেত্রে প্রবাসী এবং দেশের ভেতরে যারা ভোটের দায়িত্বে থাকেন, কয়েদি তাদের ভোট নেওয়া হবে।

ইইউডি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।