ঢাকা: নির্বাচন কমিশনের নির্বাচনী কার্যক্রম গণমাধ্যমকে প্রচারের অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, ‘সুন্দর নির্বাচন করতে চাই।
সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এমন অনুরোধ করেন।
সিইসি বলেন, ‘আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা (গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। একটু সুন্দর ঢোল বাজাবেন, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এই ঢোলটা একটু আপনারা বাজাবেন আমাদের পক্ষ হয়ে। কারণ আমাদের আন্তরিকতার কোনোই অভাব নেই। চেষ্টারও ইনশাল্লাহ কোনো ত্রুটি থাকবে না। ’
তিনি বলেন, ‘লিমিটেশনের (সীমাবদ্ধতা) মধ্যে একটা সুন্দর নির্বাচন করতে সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আপনাদের সহযোগিতা চাই। ’
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপব্যবহারের আশঙ্কা করে সিইসি বলেন, ‘আপনারা অনেক মূল্যমান পরামর্শ দিয়েছেন। কানাডার হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনার কাছে সাহায্য চেয়েছিলাম এআই নিয়ে। আমি বলেছিলাম, তোমরা (কানাডিয়ান হাইকমিশনার) তো ইলেকশন করলা, আমাদেরকে একটু সাহায্য করো, কীভাবে এআই-এর অপব্যবহার রোধ করা যায়। কানাডার হাইকমিশনারও বললেন, তার দেশেও এআই বড় সমস্যা। তারাও অনেক কিছু করেছে কিন্তু এআইয়ের অপব্যবহার কন্ট্রোল করতে পারেনি। তারা চেষ্টা করে কিছুটা কমিয়েছে কিন্তু রোধ করতে পারেনি। আমাদেরও এআই নিয়ে অনেক সম্যায় ভুগতে হবে। উনিও আমাদের ভরসা দিতে পারেননি। ’
ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইইউডি/জেএইচ