ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ছুটির দিনেও ইসি কর্মকর্তাদের অফিস করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, অক্টোবর ১৬, ২০২৫
ছুটির দিনেও ইসি কর্মকর্তাদের অফিস করার নির্দেশ ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষে কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে অফিস সময়ের পরেও কাজ করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এমন অফিস আদেশ জারি করেন।

এতে বলা হয়েছে, অফিস আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষে এখন হতেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। বাড়তি অফিস করার জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীরা আপ্যায়ন ভাতা পেয়ে থাকেন।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।