ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিকের ইভিএম কেন্দ্রে লাঙ্গল জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রসিকের ইভিএম কেন্দ্রে লাঙ্গল জয়ী প্রথমবারের মতোেইভিএমে ভোট দিয়ে এ পদ্ধতিকে সহজ বলছেন ভোটাররা। ছবি: বাংলানিউজ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন ৬৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ৩৩৪ এবং বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ) ১১৭ ভোট পেয়েছেন।  এছাড়াও বাসদের আবদুল কুদ্দুস (মই) পেয়েছেন ২১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা) ৬১, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) ০৯ এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি) পেয়েছেন ১১টি ভোট।



বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম বিকেল পৌনে ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান,  এ কেন্দ্রে মেয়র পদে কাস্ট হয়েছে ১২২৭টি ভোট, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২২৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ১২২৩ ভোট কাস্ট হয়েছে।  নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে এই কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রেই ব্যালট পেপার ও সিলের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা।  
  
রসিকে প্রথমবারের মতো ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। এ কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। মোট ভোটার ২ হাজার ৫৯ জন। এর মধ্যে ১২৫২টি ভোট কাস্ট হয়েছে।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমআইএইচ/এসএইচ

**
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত, চলছে গণনা
**রসিক নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি
**হুইল চেয়ারে এসে ৮০ বছরের বৃদ্ধের ভোট
**ইভিএমে আশাতীত সাড়া
**লাঙ্গলের বিজয় ঠেকাতে চাইলে প্রতিরোধ
**‌'রসিক নির্বাচন ইসির জন্য পরীক্ষা'
**জয় সুনিশ্চিত, ভোট দিয়ে বললেন ঝন্টু
**শিশির ভেজা ভোরে ভোটের আমেজ
**নারী ভোটারও সামিল উৎসবে
**রসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।