ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটের ৪ উপজেলায় আ’লীগ ২, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
লালমনিরহাটের ৪ উপজেলায় আ’লীগ ২, স্বতন্ত্র ২ লালমনিরহাটের ৪ উপজেলায় নির্বাচিত প্রার্থীরা

লালমনিরহাট: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও প্রচার-প্রচারণার শেষ দিনে আদিতমারী উপজেলার ভোট স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। বাকি চার উপজেলার দু’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দু’টিতে বিদ্রোহী প্রার্থীরা (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মার্চ) রাতে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

লালমনিরহাট সদর উপজেলায় আনারস প্রতীকে ৩০ হাজার ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কামরুজ্জামান সুজন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল হক পাটোয়ারী ভোলা নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর। মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম।

কালীগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকে ৮৮ হাজার ৮৭৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মাহবুবুজ্জামান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ নাহিদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কমল এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।

হাতীবান্ধা উপজেলায় ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের লিয়াকত হোসেন বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৫৫ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার নির্বাচিত হয়েছেন।

পাটগ্রাম উপজেলায় নৌকা প্রতীকে ৪৭ হাজার ৬৭৪ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রুহুল আমিন বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯৭৬ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার নির্বাচিত হয়েছেন।

এ চার উপজেলায় মোট ভোটার সংখ্যা সাত লাখ ৫০ হাজার ৭৫৮ জন। যার মধ্যে সদরে দুই লাখ ৫২ হাজার ৫০৭ জন; কালীগঞ্জে এক লাখ ৮০ হাজার ৯৩ জন; হাতীবান্ধায় এক লাখ ৬৭ হাজার ৯৭৩ জন; এবং পাটগ্রাম উপজেলায় এক লাখ ৫০ হাজার ১৮৫ জন।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।