ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পরোয়ানা ছাড়া গ্রেফতার নয়, পুলিশকে ইসির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পরোয়ানা ছাড়া গ্রেফতার নয়, পুলিশকে ইসির নির্দেশ

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে আগের পরোয়ানা না থাকলে গ্রেফতার না করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কমিশন গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী আজ আমি ঢাকা মেট্রোপলিট্রন পুলিশকে (ডিএমপি) নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলেছি।

সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা নির্বাচনের প্রার্থী বা সমর্থক তাদের পূর্বের কোনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকে, তাহলে তাদের গ্রেফতার করা যাবে না। তবে নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সেক্ষেত্রে রাষ্ট্রে বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন। সম্ভবত আমরা আগামী ২২ তারিখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করবো, তখন তাদের আরো নির্দেশনা দেওয়া হবে। '

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। সাংবাদিকরা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সবকিছু করতে পারবেন। তারা গোপনকক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেওয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ’

৩০ জানুয়ারি ঢাকার দুই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।