ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন মুকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন মুকুল শেখ মাকছুদুর রহমান মুকুল

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শেখ মাকছুদুর রহমান মুকুল সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

এতে ৬৫ জন ভোটার ভোট দেন। যার মধ্যে দু’টি ভোট বাতিল হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী চারজন প্রার্থীর মধ্যে শেখ মাকছুদুর রহমান মুকুল ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মল্লিক ফজলুল হক ২২ ভোট, আজিজুর রহমান সোহাগ আট ভোট ও স ম মাহবুব এলাহী এক ভোট পেয়েছেন।

শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সাতক্ষীরা জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা মুকুলের মৃত্যুতে তার পদটি শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।