ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শাহজাদপুরে নৌকার প্রার্থী বাবু বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
শাহজাদপুরে নৌকার প্রার্থী বাবু বিজয়ী আনোয়ার হোসেন বাবু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ২৮৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শাহীন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪২৫ ভোট।  

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ১৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৯৪৫ জন। যার মধ্যে পুরুষ ২২ হাজার ৬৩৬ জন ও নারী ভোটার ২১ হাজার ৩০৯ জন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

গত ২০ জুলাই চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পোরজনা ইউপির চেয়ারম্যান পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।