ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়ে হ্যাটট্রিক করলেন ফারুক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জানুয়ারি ১৬, ২০২১
জয়ে হ্যাটট্রিক করলেন ফারুক 

ফেনী: ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে জয়ের মাধ্যমে এ পৌরসভায় মেয়র পদে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক খান। পর পর তিন বার নির্বাচিত হয়ে এ পৌরসভার ইতিহাসে চমক দেখিয়েছেন তিনি।

 

নির্বাচনে আট হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯৩৯ ভোট। এছাড়া লাঙল প্রতীকের প্রার্থী বিনোদ বিহারী ভৌমিক পেয়েছেন ১১৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের প্রার্থী তারেক আজিজ খান পেয়েছেন ৬১ ভোট।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটোওয়ারী এ ফলাফল ঘোষণা করেন।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২০ জন ও নারী ভোটার ১২ হাজার ৫৪৫ জন।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১, আপডেট: ১৯১২ ঘণ্টা
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।