ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

শৈলকুপার মেয়র আ’লীগের আশরাফুল আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জানুয়ারি ১৬, ২০২১
শৈলকুপার মেয়র আ’লীগের আশরাফুল আজম

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ১০৮৮৭।

আশরাফুল আজম তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান জগ প্রতীকে পেয়েছেন ৭২৮১ ভোট।  

রোববার (১৬ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।  

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, উৎসব মুখর পরিবেশে শৈলকুপা পৌর নির্বাচন ভোট গ্রহণ শেষ নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আজম বিজয় হন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।