ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাঙ্গাইল-৭: ঋণ খেলাপের অভিযোগে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
টাঙ্গাইল-৭: ঋণ খেলাপের অভিযোগে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

টাঙ্গাইল: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  

সোমবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেন।

এর মধ্যে খান আহমেদ শুভর মনোনয়ন বাতিল হয় ছয় লাখ টাকার ঋণ খেলাপের অভিযোগে। এছাড়া বৈরাবরি পার্টির নিবন্ধন না থাকায় ওই দলের প্রার্থী পীর সৈয়দ আলমগীর হোসেন এবং এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আরজু মিয়া ও নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব পাওয়ার চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চারজনের মনোনয়ন বাতিল এবং তিনজনের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রিন্সিপাল শাখায় খতিব খান নামক এক ব্যক্তির ছয় লাখ টাকার একটি ঋণের জিম্মাদার ছিলেন আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ। এ ঋণ খেলাপ হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

খান আহমেদ শুভ জানান, আমি ব্যক্তিগতভাবে ঋণী নই। আমি একজনের ঋণের গ্যারান্টর (জিম্মাদার) ছিলাম। ওই ঋণ পরিশোধ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ পরিশোধের বিষয়টি বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত সময়ে জানানো হয়নি। তাই খেলাপি তালিকায় নাম এসেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিলে আমার প্রার্থিতা ফিরে পাব বলে আশা করি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।