ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিংড়ায় ৮টিতে আ.লীগ, ৪টিতে বিদ্রোহীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সিংড়ায় ৮টিতে আ.লীগ, ৪টিতে বিদ্রোহীর জয়

নাটোর: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীক) প্রার্থী ৮ জন এবং বিদ্রোহী (ঘোড়া প্রতীক) ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত দুজন প্রার্থী।

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।  

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৭৩ হাজার ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিজকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা কোনোরকম বাধা ছাড়াই ভোট দিতে পেরেছেন।

নির্বাচনে সুকাশ ইউনিয়নে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মোফা (নৌকা), ডাহিয়া ইউনিয়নে মামুন সিরাজুল মজিদ (নৌকা), ইটালিতে আরিফুল ইসলাম (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কলম ইউনিয়নে মইনুল হক চুনু (বিদ্রোহী), চামারী ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন মোল্লা (বিদ্রোহী), হাতিয়ান্দহ ইউনিয়নে  মোস্তাকুর রহমান চঞ্চল (নৌকা), লালোর ইউনিয়নে একরামুল হক শুভ (বিদ্রোহী), শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাজপুর ইউনিয়নে  মিনহাজ উদ্দিন (নৌকা), চৌগ্রামে জাহেদুল ইসলাম ভোলা (নৌকা), ছাতারদিঘী ইউনিয়নে আব্দুর রউফ বাদশা (নৌকা) এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে জাকির হোসেন (বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন।  

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ায় সবাই সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।