ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সোনারগাঁয়ে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সোনারগাঁয়ে নৌকার প্রার্থী বিজয়ী প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকার ৭ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৩৫ ভোট পেয়েছেন।

 

রোববার (২৬ ডিসেম্বর) সোনারগাঁয়ে চতুর্থ ধাপে একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল।  

এ ইউনিয়নে ২১ হাজার ১৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২২ জন এবং নারী ১০ হাজার ১৪৫ জন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।