ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুরের ৯ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
মাদারীপুরের ৯ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর ও শিবচর উপজেলায় চতুর্থ ধাপে নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্র্রহণ হয়েছে রোববার (২৬ ডিসেম্বর)। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে মাদারীপুর সদরের নয় ইউনিয়নে ভোট হয়।  

ভোট গণনা শেষে রোববার রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

রাজৈর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ইশিবপুদর ইউনিয়নে মোশাররফ মোল্লা (মোটরসাইকেল প্রতীক), বাজিতপুর ইউনিয়নে হালিম ফকির (ঘোড়া প্রতীক), কবিরাজপুর ইউনিয়নে টিপু সুলতান (ঘোড়া প্রতীক), পাইকপাড়া ইউনিয়নে শাহজাহান মোল্লা (মোটরসাইকেল প্রতীক), কদমবাড়ী ইউনিয়নে বিধান বিশ্বাস (আনারস প্রতীক), হরিদাসদী মাহেন্দ্রদী ইউনিয়নে রেজাউল করিম (ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছেন।  

অন্যদিকে শিবচর উপজেলার তিনটি ইউনিয়নের ভদ্রাসন ইউনিয়নে আবদুর রহিম বেপারী (চশমা প্রতীক), সন্ন্যাসীর চর ইউনিয়নে আবদুর রউফ হাওলাদার (ঘোড়া প্রতীক) ও উমেদপুর ইউনিয়নে নুরুজ্জামান মুন্সী (আনারস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই আওয়ামী লীগের দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।