ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চৌহালীতে ৪ ইউপিতে নৌকা, ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
চৌহালীতে ৪ ইউপিতে নৌকা, ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায়, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আ.লীগের আবুল কালাম নৌকা প্রতীকে ৬ হাজার ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৪ ভোট।

খাষ কাউলিয়ায় আওয়ামী লীগের আবু সাঈদ বিদ্যুৎ নৌকা প্রতীকে ৭ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী গণি মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট।

স্থল ইউনিয়নে আ.লীগের নজরুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১০ ভোট।

সদিয়া চাঁদপুর ইউনিয়নে আ.লীগের জাগাঙ্গীর আলম জাহিদ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৫ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসমাইল সরকার উদয় মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৮৮ ভোট।

খাষ পুখুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবুল আনারস প্রতিকে ৩৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই নূরী পেয়েছেন ২ হাজার ৪২৭ ভোট। এখানে আওয়ামী লীগ প্রার্থী আবু দাউদ নৌকা ২ হাজার ৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

উমারপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৮ ভোট। এখানে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক নৌকা প্রতিকে ৩ হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

ঘোরজান ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রমজান আলী ঘোড়া প্রতীকে ৪ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্তারুজ্জামান সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩২১ভোট।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।