ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাঘায় জামানত হারালেন ২ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বাঘায় জামানত হারালেন ২ প্রার্থী

রাজশাহী: চতুর্থ দফায় রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা এনামুল হক (হাতুড়ি) ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাহাতাব হোসেন (মোটরসাইকেল)।

এদের মধ্যে ওয়ার্কার্স পার্টির নেতা এনামুল হক পেয়েছেন ৯৭ ভোট। আর বিএনপির মাহাতাব হোসেন পেয়েছেন ১৪২ ভোট।  নির্বাচনের বিধি মোতাবেক তারা জামানত হারিয়েছেন।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৫১ ও নারী ৪ হাজার ৫৭৯ জন। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জামানত হারানোর প্রশ্নে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী এনামুল হক জানান, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছিলেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এখন ভোট দেওয়া না দেওয়া ভোটারদের ব্যাপার।

বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাহাতাব হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরও একজন স্কুল শিক্ষক হিসেবে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তাই নির্বাচনে অংশ নেন। তবে নির্বাচনে অংশ নিতে যারা উৎসাহ যুগিয়েছেন, পরে তারা সরে গেছেন।

রাজশাহীর বাঘা উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সবাই জামানত ফিরে পেলেও আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ও মাহাতাব হোসেন বিধি মোতাবেক জামানত হারিয়েছেন।

বাংলাদেশ সময় : ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।