ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ বুধবার

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের অংশ হিসেবে প্রথম পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বুধবার (৬ এপ্রিল) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের তালিকায় প্রিন্ট মিডিয়ার ৩৪ জন সম্পাদক/জ্যেষ্ঠ সাংবাদিকদের নাম রয়েছে। তবে, এদের মধ্যে বেশ কয়েকজন সভায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপে আয়োজন করবেন।  

এর আগে, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দু’দফায় সংলাপ করেছে ইসি।

আমন্ত্রিতরা ইসির সঙ্গে বৈঠকে বসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীন আনা, দলগুলোর আস্থা অর্জনসহ একগুচ্ছ প্রস্তাব দেন।

প্রিন্ট মিডিয়ার পর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও বসার কথা রয়েছে ইসির। সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।