ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বুধবার (৭ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে জান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন নোরা।
ছবিটি শেয়ার করে নোরা জানান, পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। এটিই নোরা ফাতেহির প্রথম স্টেডিয়ামে বসে দেখা ম্যাচ।
নোরা ক্যাপশনে লেখেন, আমাকে পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ।
ছবিতে নোরার সঙ্গে জান্নি ইনফান্তিনোর স্ত্রী লিনা আল আসকারকেও দেখা গেছে। ক্যাপশনে সে কথাও উল্লেখ করেন এই বলি সুন্দরী।
তিনি লেখেন, আপনি এবং আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে দারুণ লেগেছে আমার। এটাই স্টেডিয়ামে বসে দেখা আমার প্রথম ফুটবল ম্যাচ। দারুণ একটি অভিজ্ঞতা।
প্রসঙ্গত, কানাডায় জন্ম হলেও মরক্কোর বংশোদ্ভূত নোরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে স্পেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে মরক্কো। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে অনবদ্য পারফর্ম করে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারায় নোরার দেশ। এর ফলে কোয়ালিফাই করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এনএটি