উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি বিশেষ পর্ব ধারণ করা হয়েছিল ২০১৬ সালে। এই পর্বটি বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার হবে।
বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। অনুষ্ঠানে বিজয়ের মাস উপলক্ষে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী এ্যন্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু।
ইত্যাদির একটি জনপ্রিয় দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দিনাজপুরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্য শিল্পী।
অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র, দর্শকপর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এনএটি