ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিআইএফএফ-এ ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ডিআইএফএফ-এ ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) থাকছে নির্মাতাদের মিথস্ক্রিয়ামূলক চার দিন ব্যাপী সেমিনার ও কর্মশালা ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’। রোববার (১৫ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির আঁলিয়াস ফ্রাঁন্সেজ গ্যালারিতে শুরু হয়েছে এই কর্মশালা।

চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

পাশ্চ্যাতের দেশগুলোর চলচ্চিত্রেরও রয়েছে নিজস্ব শৈল্পিক বহিঃপ্রকাশ। কিন্তু তা প্রাচ্য থেকে একেবারেই ভিন্ন। এটা ধারণা করা হতো যে, এই দুই অঞ্চলের শিল্প কখনো এক হবে না! কিন্তু বিগত কয়েক বছরে চলচ্চিত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রাচ্য ও পাশ্চ্যাতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।  

এই কারণে চলচ্চিত্র হারিয়েছে নিজস্ব সীমানা, এতে পেয়েছে বৈশ্বিক পরিচিতি। এই একাত্মতাকে বিভাবে আরো সমৃদ্ধ করা যায়, সেই ভাবনা উসকে দিতেই ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’।  

এতে চিত্রনাট্য পুরস্কার হিসেবে পাবে পাঁচ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অধিকারকারী পাবে তিন হাজার মার্কিন ডলার এবং তৃতীয় স্থান জয়ী চিত্রনাট্য পাবে দুই হাজার মার্কিন ডলার।  

শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শেষ হবে ২২ জানুয়ারি। এবারের উৎসবে ৭১টি দেশের মোট ২৫২টি সিনেমা অংশ নিচ্ছে। সিনেমাগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে। এগুলো হলো- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারি ও স্টার সিনেপ্লেক্স।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।