ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, অক্টোবর ৭, ২০২৫
শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শিল্পা শেঠি

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও।

এর পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

ইকোনমিক অফেন্সেস উইং সংবাদমাধ্যমটিকে জানায়, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য নেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল। আগস্টে ওই দম্পতি নামে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি।  

রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ সেই অর্থ আত্মসাৎ করেছেন এই যুগল। এ মামলার বিষয়ে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে ইকোনমিক অফেন্সেস উইং।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এ ছাড়াও কিছু লেনদেনের সূত্র পাওয়া গেছে বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও।  

সূত্র: এনডিটিভি

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।