এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা।
এই ছুটে চলার মধ্যেই সম্পর্কের বন্ধনগুলো আলাদা হতে থাকে। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে।
আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। মেজবাহ উদ্দীন সুমনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকাসহ আরো অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে প্রচার হবে ওয়েব ফিল্মটি।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এনএটি