ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

দেশি-বিদেশি বিনোদনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘News24 Entertainment’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুলাই ৩, ২০২৫
দেশি-বিদেশি বিনোদনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘News24 Entertainment’

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে সংবাদ প্রচারের সবচেয়ে গতিশীল মাধ্যম। ঠিক তেমনই ‘News24 Entertainment’ ফেসবুক পেজটি এখন দেশের এবং আন্তর্জাতিক বিনোদন জগতের ভক্তদের জন্য একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম।

‘News24 Entertainment’ পেজে দেশি ও বিদেশি বিনোদনের নানা খবর প্রতিদিনই প্রচার করা হয়। বলিউড, টলিউড, ইউরোপ-আমেরিকার চলচ্চিত্র জগত থেকে শুরু করে টেলিফিল্ম, শর্ট ফিল্ম, নাটক, গান, কনসার্ট-সবকিছুর আপডেট পাওয়া যায় এই পেজে।

এই পেজটির একটি বিশেষ দিক হলো-নতুন তারকা, ইউটিউবার, টিকটকার, ইনফ্লুয়েন্সার ও মডেলদের নিয়ে বিশ্লেষণমূলক ও তথ্যনির্ভর কনটেন্ট প্রকাশ করা। যা অন্যদের থেকে News24 Entertainment-কে আলাদা করে তোলে।

এছাড়াও পেজে জনপ্রিয় ও উদীয়মান তারকাদের নিয়ে টক শো, ইন্টারভিউ, লাইভ কনভারসেশন ও স্পেশাল ফিচার প্রচার করা হয়। এর ফলে দর্শকেরা তাদের প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানার সুযোগ পান।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।