ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শরীর দেখাতে কখনোই অস্বস্তিতে ভুগতাম না: জিনাত আমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
শরীর দেখাতে কখনোই অস্বস্তিতে ভুগতাম না: জিনাত আমান জিনাত আমান

কয়েক সপ্তাহ আগেই সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান। অ্যাকাউন্ট খোলার পর থেকেই জিনাত শেয়ার করছেন নানা ছবি।

তবে সম্প্রতি ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার একটি দৃশ্যের ছবি শেয়ার করেন অভিনেত্রী। যার মাধ্যমে রীতিমতো অনুরাগীদের মন জিতে নিলেন জিনাত। তবে শুধু ছবি নয়, সেই সিনেমাতে কীভাবে রাজ কাপুর তাকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন, সেই কথাও শেয়ার করেছেন জিনাত।

এই অভিনেত্রী লেখেন, ছবিটা ১৯৭৭ সালে তোলা হয়েছে। ছবিটা তুলেছিলেন জে পি সিঙ্ঘল। আর আমার পোশাক ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া।

জিনাতের কথায়, এই ছবি নিয়ে সে সময় বলিউডে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায়, কথা হয়েছিল আমার পোশাক নিয়ে। তবে এসব নিয়ে আমার কখনোই কোনো সমস্য়া ছিল না। বরং সিনেমার পর্দায়, চরিত্রের খাতিরে যদি শরীর দেখাতে হয়, তাহলে সেটা নিয়ে কখনোই অস্বস্তিবোধ করেনি।

ছবিটির নেপথ্যে নাকি একটা গল্পও আছে। সেই কথা উল্লেখ করে এই কিংবদন্তি অভিনেত্রী লেখেন, ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার জন্য এটা আমার স্ক্রিনটেস্ট ছিল। লতা মঙ্গেশকরের ‘জাগো মোহম প্য়ারে’ গানের সঙ্গে পারফর্ম করতে হয়েছিল। এই দৃশ্যটা শুটিং করে আরকে স্টুডিওতে দেখানো হয়েছিল। ডিস্ট্রিবিউটাররা দেখে তখনই বুক করে নিয়েছিল সিনেমাটি। পাশ্চত্য পোশাক থেকে পুরোপুরি ভারতীয় লুক। রাজ কাপুরের জন্য়ই সম্ভব হয়েছিল।

‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাটি ১৯৭৮ সালে মুক্তি পায়। সিনেমাটির পরিচালক এবং প্রযোজক দুটিই রাজ কাপুর ছিলেন। এতে রাজ কাপুরের ভাই শশী কাপুরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন জিনাত।

শারীরিক এবং মানসিক ভালোবাসার মধ্যে এক পার্থক্য নিরূপণকারী কাহিনী উঠে এসেছিল সিনেমার গল্পে। চলচ্চিত্রটিতে অভিনেত্রী জিনাতকে তার শরীরের বেশ কিছু অংশ দেখাতে হয়েছিলো যা তখনকার অভিনেত্রীরা দেখাতে চাইতেন না কিংবা চাইলেও সেটা খুব কম অভিনেত্রী।  

মুম্বাইয়ে জন্মগ্রহণকারী জিনাত ৭০ ও ৮০-এর দশকে বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন। এর ফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।