ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হলো ‘ঠোকর’ সিনেমার প্রথম লটের শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
শেষ হলো ‘ঠোকর’ সিনেমার প্রথম লটের শুটিং ইভান সাইর, মাজহার বাবু ও অধরা খান

শেষ হলো ‘ঠোকর’ সিনেমার প্রথম লটের শুটিং। মাজহার বাবু পরিচালিত রাজধানীর উত্তরায় এর শুটিং চলছে।

ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়িকা অধরা খান এবং তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর।

নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে ভাগ করে সিনেমাটির শুটিং করা হচ্ছে। প্রথম লটের শুটিং করা হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে।

এই পর্যায়ে শুটিং করেছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা। দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। চলতি মাসেই সিনেমার সিংহভাগ শুটিং শেষ হবে।

পরিচালক মাজহার বাবু বলেন, ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।