ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৃতীয় দিনেই দর্শক খরায় ‘কিল হিম’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
তৃতীয় দিনেই দর্শক খরায় ‘কিল হিম’! সংগৃহীত

ঢাকা: ঈদে মুক্তিপ্রাপ্ত আটটি সিনেমার পাঁচটিই চলছে রাজধানীর পুরান ঢাকার লায়ন্স সিনেমাস হলে। এখানে সরেজমিন ঘুরে দেখা যায়, দর্শক নেই অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমার।

সোমবার (২৪ এপ্রিল) দিনব্যাপী ঘুরে এ চিত্র দেখা গেছে।

সিনেমা হলে মাত্র ১৭ জন দর্শক নিয়ে চলছে এই সিনেমার বিকেলের শো। এ প্রসঙ্গে লায়ন্স সিনেমাস কর্তৃপক্ষ জানায়, সারাদিনে দর্শক অবস্থা খুবই নাজুক৷ অনেক কথাই শুনছি, কিন্তু কীভাবে হাউসফুল হচ্ছে বুঝতে পারছি না। তবে জ্বীন সিনেমার দুটি শো এ পর্যন্ত হাউসফুল আর লিডার আমিই বাংলাদেশ সিনেমায় ৭০-৮০ জন দর্শক ছিল।

সিনেমাটি দেখে বের হওয়া দর্শক নাসরিন জাহান বলেন, ফেসবুকে দেখলাম খুব ভালো এই সিনেমা। কিন্তু আজ দেখার পর মনে হলো ফাঁকা আওয়াজ।

প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। এরই মধ্যে দর্শক ভাড়া করে শো হাউসফুল করার অভিযোগ পাওয়া গিয়েছে। তবে নির্মাতা ইকবালের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।