ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

অনুব জৈনের ঢাকা কনসার্টের টিকিট শেষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
অনুব জৈনের ঢাকা কনসার্টের টিকিট শেষ প্রীতম হাসান, তাহসান খান, অনুব জৈন ও জেফার

এবার ঢাকা মাতাতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি।

এই কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা।

এই কনসার্টের জন্য তিন ধরনের টিকিট বিক্রি হয়েছে। এর দাম ছিল সাড়ে ৪ হাজার, ৩ হাজার ও ১ হাজার ৮০০ টাকা।

তবে এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটিই জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

জানা গেছে, আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্ট। অনুব জৈন ছাড়াও এতে গাইবেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।

কনসার্টে অংশ নিতে ১ জুন সকালে ঢাকায় আসবেন অনুব জৈন। রাতে গান পরিবেশন করে ঢাকায় থাকবেন। পরদিন সকালের ফ্লাইটে ভারতের ফিরে যাবেন।

মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন। ইতোমধ্যেই তিনি ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’-এর মতো গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।