ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দুই নায়িকাকে নিয়ে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
দুই নায়িকাকে নিয়ে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’ শিরিন শিলা, মনোয়ার হোসেন ডিপজল ও আঁচল আঁখি

মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। মনতাজুর রহমান আকবর নির্মিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে নায়িকা শিরিন শিলা ও আঁচল আঁখিকে।

জানা গেছে, ইতোমধ্যেই সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য বুকিং এজেন্টরা ইতোমধ্যেই সবরকমের প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে।

আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথাই উঠে আসবে ‘ঘর ভাঙা সংসার’র গল্পে। দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে যে প্রেম, আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এতে।  

‘ঘর ভাঙা সংসার’ সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।