ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

মেয়ের মা হলেন স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
মেয়ের মা হলেন স্বরা ভাস্কর স্বরা ভাস্কর

কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শনিবার (২২ সেপ্টম্বর) তার কন্যার জন্ম হয়েছে বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানান স্বরা।

সোমবার মেয়ে ও মেয়ের বাবা ফাহাদ আহমেদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি।

মেয়ের নাম রেখেছেন রাবিয়া। নীনা গুপ্তা, গৌরী খানসহ আরও অনেকে স্বরা ও ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে ভারতের তরুণ রাজনৈতিক ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা ভাস্কর। মার্চে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। আর জুনের ৬ তারিখ ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন স্বরা ভাস্কর।  

ফাহাদের সঙ্গে স্বরার প্রথম দেখা হয় ২০২০ সালে। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে চলছিল আন্দোলন। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন স্বরা ভাস্করও। সেখানেই ফাহাদের সঙ্গে পরিচয় হয় স্বরার। এরপর প্রেম আর প্রেম থেকে এ সম্পর্ক গড়ায় পরিণয়ে।

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।