ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ তানজিন তিশা, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ তানজিন তিশা, হাসপাতালে ভর্তি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরপর তিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা (স্টমাক ওয়াশ) শেষে পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।  

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আপাতত অভিনেত্রী বিপদমুক্ত।

কিছু সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে বুধবার ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আসেন এবং ঘুমের ওষুধ খেয়ে তার অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

এ বিষয়ে জানতে তানজিন তিশার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, ফারহানের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এনটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।