ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে অপু-জয়ের ‘ট্র্যাপ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ভালোবাসা দিবসে অপু-জয়ের ‘ট্র্যাপ’ অপু বিশ্বাস-জয় চৌধুরী

ঢাকা: ভালোবাসা দিবস উপলক্ষে অপু বিশ্বাস-জয় চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘ট্র্যাপ’ মুক্তি পাচ্ছে।  

দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সায়েন্স ফিকশন ধাঁচের আগামী ৯ ফেব্রুয়ারি সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে।

 

সিনেমাটি নিয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রযুক্তির এ যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’। এর আগে অপু ও জয় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘প্রেম বন্ধন’ ছবিতে। এদিকে চা শ্রমিকদের জীবনের কাহিনি অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমায় অপু ছাড়া আরও অভিনয় করছেন অভিনেতা নীরব, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।  

অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।