ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সাদা সাদা কালা কালা’র গীতিকারের গানে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
‘সাদা সাদা কালা কালা’র গীতিকারের গানে চঞ্চল চৌধুরী

বছর দুয়েক আগে প্রকাশের পর ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমা ‘হাওয়া’য় ব্যবহৃত গানটিতে ইমন চৌধুরীর সংগীতায়োজনে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু।

তবে গানটির স্রষ্টা গীতিকার ও সুরকার হলেন হাশিম মাহমুদ। আর গানে পর্দায় মূল তারকা হিসেবে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। দুই বছর পর আবারও হাশিম মাহমুদের গানে পাওয়া গেলো চঞ্চলকে। তবে এবার শুধু অভিনয়ই নয়, গেয়েছেন অভিনেতা নিজেই।  

হাশিম মাহমুদের লেখা-সুরের এবারের গানের শিরোনাম ‘বাজি’।  

মঙ্গলবার (১২ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে গানটি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সঙ্গে জানিয়েছেন, কীভাবে এই গান তার কণ্ঠে উঠলো, সেই গল্প।

চঞ্চল বললেন, অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম।

‘বাজি’ গানটি এর আগেও বিভিন্ন শিল্পী গেয়েছেন। চঞ্চলও তার ভালোলাগা থেকে গাইলেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন।

গানটির স্রষ্টা হাশিম মাহমুদকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।