ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিগবাজি এখন ব্র্যান্ড: দাবি জায়েদ খানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
ডিগবাজি এখন ব্র্যান্ড: দাবি জায়েদ খানের জায়েদ খান

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। নানা কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকেন তিনি।

ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিতে দেখা যায় তাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।

ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। অন্য তারকাদের মতো ঈদ অনুষ্ঠান করে বেড়াচ্ছেন জায়েদ খানও। হাজির হয়েছেন টেলিভিশন অনুষ্ঠানেও।

জায়েদ খান মানেই ডিগবাজি, এই ব্র্যান্ডিংকে কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, উপভোগ করি। এটা সিগনেচার স্টেপ। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।

প্রায় এক যুগ পর ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা। বেশ সাড়াও পেয়েছে ‘সোনার চর’। যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা। সিনেমাটির পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।