ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান জিতেছেন শাহরুখ খান। দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করলেন স্ত্রী গৌরী খান।
আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং পুরস্কারের জন্য বিশেষ এক মান্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন!
গৌরী খান ফেসবুক ও ইনস্টাগ্রামে কিং খানের একটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য…। এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।
শাহরুখ খান ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এদিকে, ভক্তরা গৌরীর পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
এদিকে শাহরুখ খানকে সম্মাননা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু। তিনি তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন।
পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।
এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয়।
এনএটি