ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জায়েদ খানকে এক বান্ডেল টাকা সালামি দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
জায়েদ খানকে এক বান্ডেল টাকা সালামি দিলেন ডিপজল

নানা কারণেই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে নানা ভাবেই আলোচনা সমালোচনার কবলে ছিলেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।

তবে ঈদে নতুন করে নজর কাড়লেন একটি ভিডিওতে।

যেখানে দেখা যায়, জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডেল টাকা সালামি দেন।  

এরপর জায়েদ খান ডিপজলকে নিয়ে ও সদ্য প্রয়াত ডিপজলের বড় ভাইয়ের নিয়েও কথা বলেন। এছাড়াও এবার গাবতলীর পশুর কোরবানির হাট লিজ নিয়েছিলেন ডিপজল। সেই হাটে প্রশাসন অনেক সহযোগিতা করেছেন সে কথাও বলেন।  ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।