ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে কারণে পাত্র খুঁজতে মানা করলেন ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
যে কারণে পাত্র খুঁজতে মানা করলেন ফারিয়া নুসরাত ফারিয়া

ঢালিউডের এই সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কে থাকার পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন।

তবে এর বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

এই ঘটনার দুই বছরের বেশি সময় হতে চলছে। তবে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ ও প্রেম করে বিয়ের পাত্র খোঁজার কথা জানান তিনি। এরপরই অতি উৎসাহীরা উঠেপড়ে লাগে, নায়িকার বিয়ের জন্য। তবে ফারিয়া এতেও নাখোশ।  

তার ভাষ্য, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

কারণ উল্লেখ করে ফারিয়া বলেন, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এদিকে, নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করতে যাচ্ছেন। অচিরেই সিনেমাটির ঘোষণা আসবে। এছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে তিনটি নতুন গান নতুন বছরে হাজির হবেন নুসরাত ফারিয়া।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।