ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

বিনোদন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড পেয়েছেন সংগীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডন।

জনপ্রিয় এ ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে ও নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হন ডন। এর মাধ্যমে নামের পাশে সাফল্যের আরও একটি পালক যুক্ত হলো।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সংগীত বিভাগে ডন ছাড়াও সায়েরা রেজা, শাহরিয়ার রাফাত, ইথুন বাবু, এফ এ সুমনের মতো জনপ্রিয় শিল্পীরাও এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

চলচ্চিত্র বিভাগে আজীবন সম্মাননা দেওয়া হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আনোয়ারা বেগম ও মিশা সওদাগরকে। এছাড়া মেহজাবীন চৌধুরী, কুসুম সিকদার, রোশান, আনিকা কবির শখ, মিথিলা, রাশেদ মামুন অপু, ইমন, সাদিয়া জাহান প্রভাকে পুরস্কার দেওয়া হয়।  

পুরস্কার পাওয়ার পর অভিব্যক্তি প্রকাশ করে কণ্ঠশিল্পী ডন বলেন, সংগীতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সংগীতের প্রতি আরও বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেওয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।

পুরস্কার দেওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ, ট্রাবের সভাপতি কাদের মনসুর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।