ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

বিনোদন

নারী দিবসে প্রতিজ্ঞা হোক ‘সাইবার হয়রানি বন্ধ করা’: মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
নারী দিবসে প্রতিজ্ঞা হোক ‘সাইবার হয়রানি বন্ধ করা’: মিম বিদ্যা সিনহা মিম

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি।

নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও একবার মনে করিয়ে দেয় এই স্লোগান।

নানা ক্ষেত্রেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নারীদের যেতে হয়। বর্তমান সময়ের বড় প্রতিবন্ধকতার মধ্যে একটি সাইবার হয়রানি। সামাজিকমাধ্যমে নানা কারণেই নারীরা সাইবার আক্রমণের শিকার হন। এবার নারী দিবসে সেই কথাই বললেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।  

নারী দিবস উপলক্ষে নির্মিত একটি বিজ্ঞাপনের অংশ বিশেষ শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানান মিম। বিজ্ঞাপনটিতে মিম বলেন, সাইবার হয়রানি একটি অপরাধ। প্রতিদিন এর শিকার হচ্ছেন নারীরা। এবারের নারী দিবসের প্রতিজ্ঞা হোক- সাইবার হয়রানি বন্ধ করা। যাতে নারীরা এগিয়ে যেতে পারে নিজের গ্লো-তে।  

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর তার অভিনীত ‘দামাল,’ ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে বলেও জানান তিনি। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।