ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, অক্টোবর ১২, ২০২৫
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কারজয়ী তারকা ডায়ান কিটন মারা গেছেন। এই মার্কিন অভিনেত্রী ৭৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় সময় শনিবার (১১ অক্টােবর) পিপল ম্যাগাজিনকে তার পরিবারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

ডায়ান কিটন তার ক্যারিয়ারে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি হলিউডে নিজের স্বতন্ত্র ফ্যাশনধারা- সুট, টার্টলনেক সোয়েটার এবং চওড়া টুপির জন্য পরিচিত ছিলেন।

১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ ট্রিলজিতে আল পাচিনোর বিপরীতে কে অ্যাডামস চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। একই সময় পরিচালক উডি অ্যালেনের সঙ্গে ‘অ্যানি হল’-এ অসাধারণ অভিনয় তাকে এনে দেয় অস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

‘অ্যানি হল’ সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। এর মাধ্যমে কিটন শুধু হলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবেই নয়, বরং এক স্টাইল আইকন হিসেবেও জায়গা করে নেন।

উডি অ্যালেনের সঙ্গে মোট আটটি চলচ্চিত্রে কাজ করেছেন কিটন, যার মধ্যে রয়েছে ১৯৭৯ সালের বিখ্যাত ‘ম্যানহাটন’।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।