নারী-শিশুর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্যরা। সেই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। এসময় সংগঠনটির সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা।
এ সময় যুগ্ন সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ মন্টু বলেন, এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
সহ-সভাপতি ফিরোজ খান বলেন, সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন খুবই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারব না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করব।
নারী নির্মাতা লিপি আইচ বলেন, নারীদের পাশাপাশি পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, পুরুষরা প্রতিবাদ করছেন। কারণ নারী-পুরুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলেই এদেশে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষক এতে লজ্জা পাবে, সবার বিবেক জাগ্রত হবে।
নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন, দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে, শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গুণী অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এনএটি