ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ঘর সামলানো সহজ কাজ নয়: অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ৬, ২০২৫
ঘর সামলানো সহজ কাজ নয়: অমিতাভ অমিতাভ বচ্চন

বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন শুধু রূপালি পর্দাই নয়, ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’র মাধ্যমেও নিয়মিত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। বিভিন্ন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও সমাজের প্রতিচ্ছবি তিনি তুলে ধরেন ওই ব্লগে।

 

এবার তার লেখনিতে উঠে এসেছে ঘরের কাজ সামলানো নারীদের অক্লান্ত পরিশ্রমের কথা। সম্প্রতি তার প্রকাশিত ব্লগে বিগ বি জানান, তার টেলিভিশন ক্যারিয়ারে তিনি প্রায়শই একটি বিষয় লক্ষ্য করেছেন।  

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ (কেবিসি) যখন দর্শকদের মধ্যে বসা এক নারীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ‘আপনি কি করেন? তখন অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসে খুব নিচু স্বরে, ‘আমি একজন গৃহিণী। ’

ওই উত্তরেই আপত্তি জানিয়েছেন বলিউডের শাহেনশা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন,‘আপনি কেন নিচু স্বরে বলছেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্বের সঙ্গে বলুন যে, আপনি একজন গৃহিণী, ঘর সামলানো সহজ কাজ নয়।

বর্ষীয়ান তারকার মতে, একজন নারীকে ঘর সামলানো, স্বামীর যত্ন নেওয়া, সন্তানদের দেখভাল করা ও সবার জন্য খাবার রান্না করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব নিতে হয়। এটি কোনোভাবেই সহজ কাজ নয়।

তিনি তার পোস্টে একটি ঘর সামলানো এবং তার দেখভাল করা কোনো সাধারণ বিষয় নয়। তিনি মনে করিয়ে দেন কোভিড-১৯ মহামারির সেই কঠিন সময়ের কথা, যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল। লকডাউনের কারণে পুরুষরা গৃহকর্মে স্ত্রীকে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘কোভিডের সময়, সব পুরুষই বুঝতে পেরেছিলেন যে তাদের স্ত্রীরা ঘরের কতটা যত্ন নেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।