ঈদে আসছে সায়েরা রেজার ডুয়েট গান ‘তোমার দেখা নাই’। এতে সহশিল্পী হিসেবে আছেন ভিনদেশী এক গায়ক, নাম তার অলি লুইস।
সায়েরা রেজার কিন্নরী কণ্ঠে গাওয়া বাংলা লিরিকের সঙ্গে অলি গেয়েছেন ইংরেজিতে। সজীব ভুঁইয়ার কথা আর জেন জি কম্পোজার আদিব কবিরের সুর ও সঙ্গীতে গানটি নির্মিত হয়েছে।
গানটি সম্পর্কে সায়েরা রেজা বলেন, এ গানটির দিকে তাকিয়ে আছি। কেন যেন মনে হচ্ছে এ গানটা শ্রোতাদের মনে লেগে যাবে।
সুফী, ফোক ও রক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। শ্রোতা মহলে প্রশংসিত সায়েরা তিন দশকের সংগীত ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘সুখের অমিল’,‘এক নিমেষে’ ও ‘আরবান ফোকস’-এর মতো অ্যালবাম। ‘ধার ধারিনা’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’ ও ‘আসাম যাবো’ গানগুলোর জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এটি হবে এ বছরে সায়েরা’র ২য় গান। গত মাসে প্রকাশিত হয় তার ১ম গান ‘আলো দাও’।
এফডিসি’র ফ্লোরে শুট করা গানটির মিউজিক ভিডিও চাঁদরাতে প্রকাশিত হবে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’-এ। এ ছাড়া গানটির অডিও পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এনএটি