ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৩৩ পিএম, মার্চ ৩১, ২০২৫
ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান 

বলিউড বাদশা শাহরুখ খানের অনুরাগীরা ঈদের সময় তাকে এ ঝলক দেখা ও তার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রতি ঈদের সময় তার বাড়ির সামনে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।

কিন্তু এবারের ঈদে এখন পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা।

তবে শাহরুখ তার ফেসবুকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য। ’

শাহরুখ খান আরও লেখেন, আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে পার করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন!

এদিকে বলিউডের বাদশাহ শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে ‘ডানকি’ সিনেমায়। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং’ সিনেমাতে। যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। তিনি নাকি কাজ করতে প্রস্তুত ‘পুষ্পা টু’র পরিচালক সুকুমারের সঙ্গে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এনএটি 

বাংলাদেশ সময়: ৯:৩৩ পিএম, মার্চ ৩১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।